As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1238

নামায

প্রকাশকাল: 20 Jun 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমাদের মাসজিদের ইমাম সাহেব বললেন, রুকু ও সিজদার তাজবিহ মনে মনে পরতে হয়, কারো তাজবিহ যদি পাশের জনের কান পর্যন্ত যায় ত তার সালাত নষ্ট হয়ে যাবে। বেপারটা কি এতটাই কঠিন? আমিতো প্রায়ই পাশের মুসল্লির তাজবিহ কিছু কিছু শুনতে পাই! যাযাকুমুল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ব্যাপারটি মোটেও এত কঠিন নয়। মনে মনে পড়তে গিয়ে অন্যের কানে যেতে পারে এটা খুবই স্বাভাবিক। তবে অন্য কারো সালাতে সমস্যা সৃষ্টি যেন না হয় সে বিষয়টিও খেয়াল রাখা উচিত। আর সালাত নষ্ট হওয়ার কোন বিষয় এখানে নেই।