As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1232

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Jun 2009

প্রশ্ন

১.সরকারী সঞ্চয় পত্র থেকে যে মুনাফা পাওয়া যায় ঐ টাকা দিয়ে কি আয়কর দেওয়া যাবে?
২. আমি আমার ব্যাংক একাউন্ট থেকে ১৬৮২ টাকা সুদ পেয়েছি, এবং ব্যাংক আমার একাউন্ট থেকে ৭৪৭ টাকা কেটে নিয়েছে বিভিন্ন খরচ বাবদ । আমি এখন করণীয় কি?

উত্তর

সরকারী সঞ্চয় পত্র কয়েক প্রকারের বলে আমরা জানতে পেরেছি। আপনি কী ধরনের সঞ্চয় পত্র ক্রয় করবন তা বিস্তারিত জানালে উত্তর দেয়া সহজ হবে। ২। আপনি ১৬৮২ টাকা গরীব মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। আর বিভিন্ন খরচ বাবদ যা কেটে নিয়েছে তা আপনার মূল টাকা থেকে দিতে হবে।