As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1192

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 May 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, একটা বিয়ে সংক্রান্ত বিষয় জানতে চাচ্ছিলাম,জানালে খুব উপকৃত হতাম। ছাত্র অবস্থায় পাত্রপাত্রীর দুই পরিবারের সম্মতিতে আকদ করে রাখাটা জায়েজ হবে কিনা? বিয়ের পর যেহেতু স্ত্রীর ভরণপোষণ স্বামীর নেয়ার কথা তাই এক্ষেত্রে যেহেতু ছাত্র অবস্থায় বিয়ে হচ্ছে তাই যদি ব্যাপারটা দুই পরিবারের সম্মতির ভিত্তিতে এমন হয় যে আকদ টা হয়ে থাকবে, চাকরী পাওয়া পর্যন্ত ছেলের খরচ ছেলের বাবার আর মেয়ের খরচ মেয়ের বাবার অর্থাৎ আগে যেমন চলছিল তেমন, ছেলে চাকরী পেলে একটা ওয়ালীমাহ করে মেয়েকে বাসায় নিয়ে যাবে। এক্ষেত্রে চাকরী না পাওয়া পর্যন্ত ছেলে মেয়ে সহ অবস্থান ও করবে না। আগের মত পড়ালেখা করে যাবে। হয়ত কথাবার্তা,দেখা সাক্ষাত ইত্যাদি হবে। এভাবে বিয়ে জায়েজ হবে কি না?

উত্তর

হ্যাঁ, জায়েজ হবে। তবে স্বামী-স্ত্রী সহ-অবস্থঅন করতে পারবে না এমন শর্ত প্রযোয্য হবে না। তারা স্বামী-স্ত্রীর মত অবস্থান করতে পারবেন। এবং এটা পরিপূর্ণ বিয়ে বলে গণ্য হবে। স্ত্রীর দায়িত্ব স্বামীর তবে অন্যরা দিলে সেটা ইহসান, ভাল কাজের অন্তর্ভূক্ত।