As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1186

হালাল হারাম

প্রকাশকাল: 29 Apr 2009

প্রশ্ন

কাঁকড়া আর চিংড়ি মাছ খাাওয়ার বিধান কি? সবাই মাকরুহ বলে। কুরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাঁই।

উত্তর

চিংড়ি খাওয়া জায়েজ। তবে কাকড়া নিয়ে আলেমগণ মতভেদ করেছেন। একদল আলেম বলেছেন জায়েজ এবং অন্যদল বলেছেন মাকরুহ। আমাদের দেশে আমরা কাকাড়াকে ঘৃনা করি, পোকা-মাকড় এর অন্তর্ভূক্ত। মাকরুহহ হওয়াটাই যুক্তিযুক্ত বলে মনে হয়। এই বিষয়ে স্যারের এই আলোচনাটি শুনুন। ঠিকানা দিয়ে দিলাম। https://www.youtube.com/watch?v=NXBBgwnK3i8“””””