আমরা যে ডাক্তার, ইঙ্গিনিয়ারিং, পড়ি এতে কি সোয়াব আছে? আর কুরান হাদিসে কি এর সম্পর্কে কিছু বলা আছে? জানেলা খুবি উপকার হবে.
উত্তর
সহীহ হাদীসে আছে কাজের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আপনি যদি মানবসেবার উদ্দেশ্যে এই সব বিদ্যা অর্জন করেন তাহলে অবশ্যই সওয়াব হবে। আবার কুরআন হাদীস যদি দুনিয়া অর্জনের জন্য কেউ শিক্ষা করে তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে।