As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1164

নামায

প্রকাশকাল: 7 Apr 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহঃ) (আল্লাহ্ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন), উনার লেখা ও কথায়, আলহামদুলিল্লাহ্ আমি অনেক অনুপ্রানিত হয়েছি। ১. স্যার সহিহ হাদিস থেকে বলেছিলেন রাতে ঘুমানোর আগে কিছু নফল সালত পড়ে অন্তত ঘুমাতে। আমি রাত প্রায় ১১ টার দিকে ঘুমানোর আগে দুই দুই করে চার রাকাত অথবা অন্তত মাত্র দুই রাকাত নফল সালাত পড়ি। তারপর সবশেষে মাত্র ১ রাকাত বিতর পড়ি। শুধু মাত্র ১ রাকাত। তবে মাঝে মাঝে ১ রাকাত না পড়ে ৩ রাকাত বিতর পড়ি । দ্বিতীয় রাকাতে না বসে একটানা তিন রাকাত পড়ি অথবা দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে পড়ে এক রাকাত পড়ি। এইভাবে আমি অন্যান্য সহিহ হাদিসের উপরও আমল করি । আমার প্রশ্ন হল, এশার ফরজ ও সুন্নাত সালাত পড়া শেষ করে শুধু মাত্র ১ রাকাত বিতর পড়তে পারবো কি? কারন অনেক সময় কোন প্রয়োজন থেকে যায়। আর রাতের সালাত বা কিয়ামুল লাইল শেষ করে সবশেষে শুধু মাত্র ১ রাকাত বিতর পড়া যাবে কি? আমি যতটুকু জানতে পেরেছি, বিতর সালাত ১ রাকাতও পড়া যায়। লেখা বড় হওয়ার কারণে আমি এইখানে হাদিসগুলা উল্লেখ করলাম না। ২. রুকুর পড়ে দু হাত তুলে দুয়া কুনুত পড়ার পড়ে মাসনূন দুয়া পড়া যাবে কি? যেমনঃ- আল্লাহর প্রশংশা, রাসুল (সাঃ) এর প্রতি সালাম ও দুরুদ, সেজদায় ও সালাম ফিরানোর আগে – পড়ে যে দুয়াগুলা পড়ি ইত্যাদি পড়া যাবে কি? আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি রাহে বেলায়াত থেকে বিতর সংক্রান্ত আলোচনাটি পড়লে আপনার সকল প্রশ্নের উত্তর দলীলসহ জানতে পারবেন। ৪১৩ নং পৃষ্ঠ থেকে শুরু (সর্বশেষ সংস্করণ)। সংক্ষেপে উত্তর হলো, বিতর সালাত রাসূলুল্লাহ সা. শেষ রাত্রে কিয়ামুল্লাইল আদায় করার পর পড়তেন। এটাই সবচেয়ে উত্তম। স্যার যেটা বলেছেন ঘুমানোর আগে পড়া এটা যারা শেষ রাত্রে উঠতে পারবে না তাদের জন্য। কোন নফল সালাত ছাড়া রাসূলুল্লাহ সা. এক রাকাত বিতর পড়েছেন বলে আমার জানা নেই। তবে এক রাকআত পড়ার অনুমতি সহীহ হাদীসে আছে। শুধু বিতর পড়লে অন্তত তিন রাকআত পড়াই ভাল বলে মনে হয়। দুআ কুনুত নিদিষ্ট কোন দুআ নয়। ঐসময় যে কোন দুআ পড়া যায়। অনেকগুলো দুআ এক সঙ্গেও পড়া যায়। আবারো বলছি আপনি রাহে বেলায়াতের বিতর অধ্যায় পড়ুন। আপনার সমস্যা আর থাকবে না।