As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1159

হালাল হারাম

প্রকাশকাল: 2 Apr 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ভাই আমি একটা বিষয়ে খুব চিন্তিত। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে পড়াশুনা করছি। যখন H.S.C পাস করেছিলাম তখন অনেক জায়গায় ভর্তি পরীক্ষায় চান্স পায় নি। সর্বশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং চান্স পেয়েছিলাম। কিন্তু এইখানেই আমার প্রশ্ন? যখন কোন জায়গায় চান্স পাচ্ছিলাম না ও বিরাট প্রতিযোগিতার কারণে, বাবা তার বন্ধু কে নিয়ে যে কলেজে পড়ছি সেই কলেজের প্রিন্সিপাল স্যার এর সাথে দেখা করে। আমার বাবার বন্ধু আর প্রিন্সিপাল স্যার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাই উনাকে সুপারিশ করা হয়েছিল। উনি বলেছিলেন আমাকে পরীক্ষা দিতে। আর আমার বাবাকে তেমন কোন আশা দেয় নি। যখন চলে আসছিল তখন ;প্রিন্সিপাল স্যার উনার বন্ধুকে ডাক দিয়ে একান্তভাবে বলেছিল, এইসব কাউকে না বলতে, উনি কাজটা করে দিবেন। এইখানে কোন টাকা পয়সা কোন ধরনের লেনদেন হয় নি। শুধু ভালো সম্পর্কের কারণে একে অপরকে Request করা হয়েছিল যেন চান্স পায়। কারন তখন প্রচুর প্রতিযোগিতা ছিল।কিন্তু ভাই, আমি এইসবের কোন কিছুই জানতাম না। আমি আমার মত পরীক্ষা দিয়েছিলাম আর জানতাম আমি পরীক্ষা দিয়েই চান্স পেয়েছি। কিন্তু বেশ অনেকদিন আগে আমার বাবা ভাইদের সাথে এক কথোপকথনে হটাৎ এই কথা বলে। যা আমি আমার রুম থেকে শুনে ফেলেছিলাম। আজ প্রায় ২ বছর চলছে আমি এই কলেজে পড়ছি। আমি চাই না কোন হারাম পথে নিজেকে পরিচালিত করতে। আর এটাও চাই না, আমার বাবা আমার জন্য নিজে কোন গুনাহের মধ্যে লিপ্ত থাকুক। আমার এই কলেজ থেকে B.B.A আর M.B.A শেষ করতে আরো প্রায় ৩ বছর লাগতে পারে। এখন আমি কি করবো? এমন সমধান চাই, যেটাতে কারো গুনাহ হবে না…
আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রিন্সিপাাল সাহেব কী ধরণের পদক্ষেপ নিয়েছিলেন তা স্পষ্ট নয়। অনেক সময় তাদের হাতে কিছুটা এমন ক্ষমতা থাকে যে, তাদের আত্নীয়দের মধ্য থেকে যোগ্যতাসম্পন্য কোন ছেলের ব্যাপারে তিনি সুপারিশ করার অধিকার রাখেন। এমন হলে তো সমস্যা নেই। আর যদি তিনি অন্যায়ভাবে কিছু করে থাকনে তাহলে তার দায়ভার তার উপরই বর্তাবে। আশা করি আপনি গুনাহগার হবেন না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যদি কোন ক্রুটি হয়ে থাকে তিনি যেন ক্ষমা করে দেন।