আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার জানার বিষয়গুলো হচ্ছে,
১. একটা লিফলেটে দেখলাম লিখা আছে যে, রাসূলে আকরাম (সাঃ) ইরশাদ করেছেন, যে বেক্তি জুমুআর দিনে আছরের নামজের পর নিজ জায়গা হতে উঠার পূর্বে এই দুরুদ শরীফ ৮০ বার পাঠ করবে তার আমল নামায় ৮০ বছর ইবাদতের সাওয়াব লেখা হয় এবং ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। (তাবরানী, হাবীবিশ শফী পৃ: ২৮৪) আল্লা-হুম্মা ছল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়ালা আলিহী ওয়া সাল্লিম তাসলিমা। এইটা কি সহীহ আমলযোগ্য জানাবেন?
২. মহিলাদের সালাত পড়ার সময় পায়ের টাকনুর নিচের অংশগুলো ও কুনুই থেকে কব্জী পর্যন্ত অংশগুলো খুলা থাকলে বা দেখা গেলে সালাত হবে কি? আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খাইরান।