কুরবানী ও আক্বকীর গোশতকে তিন ভাগ করে একভাগ নিজেদের জন্য, একভাগ আত্নীয়স্বজনদের জন্য এবং আরেকভাগ গরীব-মিসকিনদের দেয়াকে আলেমগণ মুস্তাহাব বলেছেন। পরিবার বড় হলে বেশী গোশত রাখাতে কোন অসুবিধা নেই। তবে সর্বাবস্থায় চেষ্টা করতে হবে যত বেশী সম্ভব গরীবদেরকে দিতে হবে। সব গোশত রেখে দিলেও কুরবানী ও আক্বকী আদায় হয়ে যাবে। তবে এটা নৈতিকতা বিরোধী।