As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1103

ঈমান

প্রকাশকাল: 5 Feb 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১. আমরা হোটেলে যে সকল মাংস খেয়ে থাকি সেগুলো তো আমরা জানিনা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে কিনা। সেক্ষেত্রে এইগুলো খাওয়া কি হারাম হবে?
২. আমরা অনেক সময় হয়তো মনের অজান্তে কিংবা অনিচ্ছায় শিরকী কথাবার্তা বলে ফেলি। এর ফলে আল্লাহ্ পাক কি আমাদের জাহান্নামে দিবেন? আর এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১. মুসলিম দেশে মুসলিম মালিক কর্তৃক পরিচালেত হোটেলগুলোর মাংস হালাল বলে্ ধরে নিতে হবে। তবে এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য থাকলে অর্থাৎ আল্লাহর নামে জবেহ করা হয়নি নিশ্চিতভাবে জানা থাকলে খাওয়া হারাম হবে। অমুসলিমদেশ সমূহে হালাল মাংসের হোটেল খোঁজ করে সেখানে খেতে হবে। ২। এমন হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আশা করি তিনি ক্ষমা করে দিবেন। সতর্ক থাকতে হবে শিরকী কোন কথা-বার্তা যেন কোন অবস্থাতেই মুখে না আসে।