As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1096

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 Jan 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় এডমিন ভাই। আশা করি পরম করুনাময় আল্লাহ সুবহানু তায়ালার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ্আ মিও ভাল আছি। ভাই, এর পুর্বে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম শেয়ার বা স্টক বিজনেস করা যাবে কি যে কোম্পানি গুলা সরাসরি সুদের লেনদেন করে না। আপনার উত্তর হ্যা ছিলো। জাযাকাল্লাহ খইরান। ভাই, আজকে আমার যে প্রশ্ন তাহলো, আমি শেয়ার ব্যবসা করে থাকি টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বেজের উপর।তারপর আমি যথেষ্ট সময় পরিশ্রম দিয়ে দিয়ে একটা শেয়ার আমাকে নির্বাচন করতে হয় শেয়ারটা থেকে আমি কি প্রফিট করতে পারব নাকি পারব না। আর আমাকে এ কাজটি মানে টেকনিক্যাল এনালাইসিস শিখতে দির্ঘ ৪/৫ বছর ও যথেষ্ট শ্রম লেগেছে।এখন আমার প্রশ্ন হলো কেউ আমাকে বলল ভাই আপনি আমাকে এখানে সাহায্য করবেন আমি এর বিনিময়ে একটা পারসেন্ট দিবো। মানে আমি তাকে ব্যবসা করিয়ে দিবো আর এর বিনিময়ে উনি আমাকে যেমন ১০% প্রফিট দিলো তার ১০০% প্রফিট থেকে। তা ও আবার উনার প্রফিট করার পর। এই শর্তে। আর লস হতে পারে সেটা আমি অন্য কোন শেয়ার দিয়ে পুষিয়ে দিবো এই শর্তে। তারপর ও এই ব্যবসায় লস করতে হবে এই মন-মানসিকতায় ইনভেস্টমেন্ট করতে হবে এটাও শর্ত থাকবে। যেহেতু আমরা টেকনিক্যাল এনালাইসিস করে শেয়ার buy sell করে থাকি সেহেতু সাধারণত তেমন লস গুনতে হয় না। এককথায় টোটালি পরিচ্ছন্নতা বজায় রেখে আমি কি কাউকে এভাবে শেয়ারে ইনভেস্টমেন্ট করিয়ে একটা পারসেন্টিস নিতে পারি?
আসলে এটাই আমার প্রশ্ন স্যার। প্লিজ জানাবেন। আল্লাহ্সু বহানুতা য়ালা আপনাকে জাযাখায়ের দান করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে বিষয়টি এমন দাড়াচ্ছে যে, আপনারা দুজন মিলে ব্যবসা করছেন। তবে আপনার কাজ একটা আর তার কাজ আরেকটা। এটা জায়েজ হবে বলেই মনে হচ্ছে। তবে আরো একটু পরিচ্ছন্ন এভাবে করা যায় যে, আপনি ব্যবসার অংশীদার না হয়ে তাকে কাজ করে দেয়ার বিনিময়ে নির্দিষ্ট পারিশ্রমিক নিবেন। যেমন, আমি এই কাজটি করে দেব আমাকে এত টকা দিতে হবে। বিষটি আরো বিস্তারিত জানতে এই না্ম্বারে ফোন করতে পারেন, 01818529415