As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1059

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Dec 2008

প্রশ্ন

মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি কিংবা দ্বাদশ শ্রেনি পর্যন্ত যেখানে ছাত্র-ছাত্রি উভয় আছে), এই ধরনের বিদ্যালয়ে চাকুরি করা কতটুকু ইসলাম সম্মত।

উত্তর

ইসলাম নারী-পুরুষের (বালেগ হওয়র পর) অবাধ মেলামেশাকে হারাম করেছে। কুরআন শরীফে মেয়েদেরকে পর্দার সাথে চোখ নিম্নগামী করে এবং পুুরুষদেরকে চোখ নিম্নগামী করে চলতে বলা হয়েছে। আর এই প্রত্যেকটি নির্দেশই ছেলে-মেয়ে একসাথে পড়লে উপেক্ষিত থাকে। এখন আপনিই বলুন, এমন বিদ্যালয়ে চাকুরী করা কতটুকু শরীয়ত সম্মত হতে পারে?