As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1040

নামায

প্রকাশকাল: 4 Dec 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১. জামাতের সালাতে নিয়াত বাধার পর হেটে সামনের কাতারের ফাকা জায়গায় যাওয়া যাবে কিনা? গেলে কতটুকু পর্যন্ত হাটা যাবে? কেননা বড় জামাতে বিশেষ করে আমি দেখেছি মাসজিদুল হারামে বা নববিতে প্রায়ই নিয়াত বাধার পর সামনের কাতারের ফাকা জায়গা পুরন করতে হলে মাঝে মাঝে চার-পাচ কাতারও হাটতে হয়। সেক্ষেত্রে তা করা জায়েজ হবে কিনা?
২. জামাতের সালাতে মুক্তাদিদের কেও ভুলে তাশাহুদের পর দুরুদ ও দুয়া মাসুরা পরতে ভুলে গেলে এবং ইমামের সাথে সাথে সালাম ফিরালে সালাত কি সঠিক হবে? না আবার একাকি পরতে হবে?
যাযাকুমুল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১. সামনের কাতার পূরণ করে সালাতের নিয়ত করা উচিৎ। তবে নিয়ত বাধার পর যদি সামনের কাতার ফাঁকা দেখে তাহলে সালাতের ভিতর হেঁটে গিয়ে কাতার সোজা করতে পারবে বলে আলেমগণ বলেছেন। শায়খ উসায়মিনসহ অন্যান্য আলেম উক্তমত পোষন করেছেন। বিস্তারিত জানতে ইন্টারনেটে শায়খ উসায়মিন রহ. এই প্রশ্নের উত্তরটি দেখুন। إذا رأى المصلي أمامه فرجة فماذا يفعل؟ এবং এই প্রশ্নের উত্তরটি। – حكم الحركة في الصلاة لسد فرجة في الصف দরুদ এবং দুআ মাসূরা না পড়রে সালাতের কোন ক্ষতি হবে না।