As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1037

যাকাত

প্রকাশকাল: 1 Dec 2008

প্রশ্ন

আমি ব্যাক্তিগতভাবে তাবলীগ জামাত কে পছন্দ করি এবং মাঝে মাঝে সময় লাগাই । অনেক ওলামায়ে কেরামকে দেখেছি এই কাজের সাথে লেগে আছেন এবং অনেক মেহনত করছেন । আবার কিছু আলেমকে এর কড়া সমালোচনা করতে দেখেছি । আমরা যারা সাধারন মুসলিম, আমাদের কোরআন- সুন্নাহ এর গভীর এলেম নাই, আমরা কোন পথে যাই । যদি আসসুন্নাহ ট্রাস্ট এর সম্মানিত ওলামায়ে কেরামগণকে এই প্রশ্নের মাধ্যমে বিব্রতকর অবস্থায় ফেলে থাকি তাহলে আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী ।

উত্তর

তাবলীগ জামাত এবং অন্যান্য দাওয়াতী প্রতিষ্ঠান এবং যে কোন দায়ী কেউ ভুলত্রুটির ঊধ্বে নয়। তারা মানুষকে আল্লাহর পথে ডাকছেন এটা নিঃসন্দেহ ভাল কাজ। তাদের ভুল-ত্রুটি থাকতে পারে, এটা অসাভাবিক নয়। সম্ভব হলে উত্তম পন্থায় তাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। তবে এই সব ভুল-ত্রুটির কারণে অহেতুক সমালোচনা কোন কাজে আসে না। এই প্রসঙ্গে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, কুরআন-সুন্নাহ ভিত্তিক সহীহ দাওয়াত দেয়ার জন্য অন্য কোন দল বা মতের সমালোচনা মূলত কোনো ভাল ফল দেয় না। এতে এসকল দলের কেউ পরিবর্তনও হয় না। আপনি তাদের সাথে দাওয়াতে কাজে অংশ নিবেন, আপনি ভাল কাজের মধ্যে আছেন। তবে কোন কাজ কুরআন-সুন্নাহর মুখালেফ মনে হলে তা করবেন না।