As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1015

বিবিধ

প্রকাশকাল: 9 Nov 2008

প্রশ্ন

প্রিয় স্যার আশা করছি আল্লাহ্ সুবহানুতায়ালার অশেষ রহমতে ভালো আছেন। স্যার আপনাদের এই দ্বীনি কাজ আল্লাহ্ সুবহানুতায়ালা কবুল ও মঞ্জুর করুন। আমিন। স্যার, আমি একটা শহরের মসজিদে দেখলাম যে অজু করার স্থানে একটা টুথ পাউডার এর পেকেট দেয়া আছে যাহাতে অজু করার আগে কোন মুসল্লি চাইলে একটু আংগুল দিয়ে দাত ব্রাস করে তারপর অজু করে নিতে পারে। বিষয়টা দেখে আমার ভালোই লাগল। তাই আমি ভাবলাম আমার মহোল্লার মসজিদে অজুর স্থানে কয়েকটা টুথ পাউডার দিয়ে দিলে তো ভালোই হয়। সিদ্ধান্ত নিয়েছিলাম দিবো। কিন্তু হঠাৎ মনে পড়ল নবীজির (সঃ) সুন্নত তো অজু বা সলাতের আগে মেসওয়াক করা। এখন যদিও ভালো কাজ কিন্তু হতে পারে খেলাফে সুন্নাত।তাই আমি আসলে ডিসিশন নিতে পারছি না এটা করা ঠিক হবে কিনা। আপনার একান্ত মতামত চাই। আল্লাহ্ সুবহানুতায়ালা আপনাকে জাযাখায়ের দান করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি চাইলে করতে পারেন। শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. বলতেন এখানে পরিস্কার করাই মূল উদ্দেশ্য। আর এটা টুথ পাওডার এবং আঙ্গল দ্বারা হতে পারে। আল্লাহ ভাল জানেন।