As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1008

নামায

প্রকাশকাল: 2 Nov 2008

প্রশ্ন

আস-সালামু আলাইকম । আমি period থেকে ভাল হয়ে বারদিন পর আবার period হই, এই অবস্থা য় আমি এটাকে অসুস্থতা ধরে নামায পরি । এটা কি আমি ঠিক করলাম না গুনাহ করলাম । খুবই tension এ আছি । medical science বলে 21 -29 দিনের মধ্যে period হয় সেটা normal .plz আমার উত্তরটা দিবেন ।

উত্তর

ওয়া আলাইকুমস সালাম। আপনার যদি কোন পিরিয়ডের কোন অভ্যাস না থাকে তাহলে আপনি ১২ থেকে ১৫ দিন পর্যন্ত ইস্তিহাযা (রোগ) ধরবেন এবং এই দিনগুলো আপনার নামায পড়তে হবে। ১৬দিন থেকে আপনি পিরিয়ড তথা মাসিক ধরে নামায পড়বে না। বিস্তারিত জানতে স্থানীয় কোন আলেমের নিকট যোগাযোগ করুন। দুই পিরিয়ডের মাঝে সর্বনিম্ন সময় ১৫ দিন।