আসসালাম ওয়া আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ১। ইসলামিক দৃষ্টিতে দিন-মোহর কি? ২। দিন-মোহর কেন দিতে হয়? ৩। দিন-মোহর কি দিতেই হবে নাকি স্ত্রী মাফ করে দিলে দেয়া লাগবে না বা দিন-মোহর যদি ১,০০,০০০ টাকা থাকে তাহলে কি ১০,০০০ টাকা দিয়ে বাকিটা মাফ করানো যায়? দিন-মোহর সম্বন্ধে আরো কিছু তথ্য দিয়ে উপকৃত করবেন। প্রশ্নের উত্তরগুলো কুর’আন এবং হাদিসের আলোকে জানতে চাই। প্রশ্ন বেশি হয়ে গেলে মাফ করবেন। জাযাকাল্লাহ খইর