আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই। আশা করি পরম করুনাময় আল্লাহ্ সুবহানুতায়ালার অশেষ রহমতে ভালো আছেন। ভাই, আমার ফুফা কথা প্রশংগে বলে যে নবী কারীম সঃ এর উসিলা করে দোয়া করতে হবে। উনি এটা বুঝাইছে যে যা কিছু চাইতে হয় আল্লাহ্ সুবহানুতায়ালার কাছে নবীর মাধ্যমে চাইতে হবে। আমি বললাম যে না ফুফা যা কিছুই চাইতে হয় সরাসরি আল্লাহর কাছেই হবে। উনি বলেন কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর রসুল কে অনুসরণ করো। আমি বললাম অনুসরণ করা আর উসিলা করে আল্লাহর কাছে চাওয়া এক জিনিস না। আমরা যা কিছুই চাইব একমাত্র আল্লাহর কাছেই চাইব এখানে কাউকেই উসিলা করা যাবে না। তারপর আমি বললাম যদি কেউ হযরত মোহাম্মদ সঃ এর কাছেও কিছু চায় তাহলে সে শির্ক করল। উল্টো উনার ভাব আর অভিব্যক্তি এমন করল মনে হলো আমিওই শির্ক করছি। উনি ভাবছে হয়ত আমার আকিদাই ভুল বা আমি বিশাল ভুলের মধ্য আছি। আসলে অনেক আলেম উলামা ও অন্যান্য বই পত্র পড়ে আমি এই আকিদাই পোষন করি যে আমরা সেই হাদিস অনুসারে যদি একটা জুতার ফিতাও চাইতে হয় তাহলে পরম করুনাময় আল্লাহর নিকট চাই আর রসুল হলো আমাদের মডেল তাকে ১০০% অনুসরণ করে জীবন সাজাবো আর আমার প্রিয় নবী মোহাম্মাদ সঃ কে আমার পরিবারের সদস্যদের থেকেও বেশি ভালো বাসব। প্রিয় নবী সঃ আমার শ্রেস্ট মডেল। আর এ দুয়াও করি আল্লাহ যেনো আমার নবীকে (সঃ) কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা করে দেয়। আমার প্রশ্ন হলো ভাই, আমার আকিদা কি সহীহ? আমি কোন ভুলের মধ্য নেইতো? দয়াকরে আমাকে একটু জানিয়ে বাধিত করবেন। আল্লাহ সুবহানুতায়ালা আপনাকে জাযাকাল্লাহ দান করুন। আমিন।