As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 927

ঈমান

প্রকাশকাল: 13 Aug 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই। আশা করি পরম করুনাময় আল্লাহ্ সুবহানুতায়ালার অশেষ রহমতে ভালো আছেন। ভাই, আমার ফুফা কথা প্রশংগে বলে যে নবী কারীম সঃ এর উসিলা করে দোয়া করতে হবে। উনি এটা বুঝাইছে যে যা কিছু চাইতে হয় আল্লাহ্ সুবহানুতায়ালার কাছে নবীর মাধ্যমে চাইতে হবে। আমি বললাম যে না ফুফা যা কিছুই চাইতে হয় সরাসরি আল্লাহর কাছেই হবে। উনি বলেন কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর রসুল কে অনুসরণ করো। আমি বললাম অনুসরণ করা আর উসিলা করে আল্লাহর কাছে চাওয়া এক জিনিস না। আমরা যা কিছুই চাইব একমাত্র আল্লাহর কাছেই চাইব এখানে কাউকেই উসিলা করা যাবে না। তারপর আমি বললাম যদি কেউ হযরত মোহাম্মদ সঃ এর কাছেও কিছু চায় তাহলে সে শির্ক করল। উল্টো উনার ভাব আর অভিব্যক্তি এমন করল মনে হলো আমিওই শির্ক করছি। উনি ভাবছে হয়ত আমার আকিদাই ভুল বা আমি বিশাল ভুলের মধ্য আছি। আসলে অনেক আলেম উলামা ও অন্যান্য বই পত্র পড়ে আমি এই আকিদাই পোষন করি যে আমরা সেই হাদিস অনুসারে যদি একটা জুতার ফিতাও চাইতে হয় তাহলে পরম করুনাময় আল্লাহর নিকট চাই আর রসুল হলো আমাদের মডেল তাকে ১০০% অনুসরণ করে জীবন সাজাবো আর আমার প্রিয় নবী মোহাম্মাদ সঃ কে আমার পরিবারের সদস্যদের থেকেও বেশি ভালো বাসব। প্রিয় নবী সঃ আমার শ্রেস্ট মডেল। আর এ দুয়াও করি আল্লাহ যেনো আমার নবীকে (সঃ) কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা করে দেয়। আমার প্রশ্ন হলো ভাই, আমার আকিদা কি সহীহ? আমি কোন ভুলের মধ্য নেইতো? দয়াকরে আমাকে একটু জানিয়ে বাধিত করবেন। আল্লাহ সুবহানুতায়ালা আপনাকে জাযাকাল্লাহ দান করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার আকীদা ঠিক আছে। তবে রাসূলুল্লাহ স. ওসীলা করে দুআ চাওয়া আর রাসূলুল্লাহ সা. এর কাছে কোন কিছু চাওয়া কিন্তু এক নয়। জীবিত ব্যক্তির কাছে সরাসরি দুনিয়ার কোন জিনিস যেমন, টাক পয়সা ইত্যাদী চাওয়া যেতে পারে তবে অপার্থিব কোন বিষয় যেমন, রোগ থেকে সুস্থতা কামনা, চিন্তামুক্ত থাকা কামনা এগুলো শুধুমাত্র আল্লাহ তায়ালার কাছেই চাইতে হবে। অর মৃত ব্যক্তির কাছে পার্থিব, অপাথিভব কোন কিছু্ চাওয়া যাবে না, শিরক হবে। আর রাসূলুল্লাহ সা. ওসীলা কর দুআ চাওয়া শিরক নয়, জায়েজ আছে। হাদীসে রাসূলুল্লাহ সা. এর পরামর্শে এক ব্যক্তি তাঁর ওসীলা দিয়ে দুআ করেছেন বলে উল্লেখ আছে। সুনানু তিরমিযী. হাদীস নং ৩৫৭৮। হাদীসটিকে ইমাম তিরমিযী এবং শায়খ আলবানী রহ. সহীহ বলেছেন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0026 নং প্রশ্নের উ্ত্তর।