আমি এক লোকের জন্য কাজ করি । তার ওয়েবসাইটের আর্টিকেল লিখে দেই। এইবার সে আমাকে কিছু কাজ দিছে। কাজগোল হলো কিছু লোকের জীবনী ছোট করে লিখে দেয়া যেমন – খেলোয়াড়, ব্যাবসায়ী, গায়ক, মডেল, অভিনেতা- অভিনেত্রী, সাংবাদিক ইত্যাদি । আমার প্রশ্ন হচ্ছে তাদের জীবনী লেখা কি হালাল /হারাম হবে? বিদ্রো: আমি তাদের কারো কাজে উৎসাহ দেয়া মূলক কোনো কিছু লিখি নাহ।