As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 823

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 May 2008

প্রশ্ন

আসরের নামাজের সময় শুরু হয় কখন?আর কোনো বস্তুু তার সমপরিমাণ ছায়া দিলে আসরের সময় শুরু হয়। এ কথা কী সহহি? দয়া করে জানাবেন।

উত্তর

জ্বী, কোন বস্তুর ছায়া তার মূল ছায়া ব্যতিত সম পরিমান হলে আসরের সালাতের সময় হয়ে যায় বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। জামে তিরমিযী, হাদীস নং ১৪৯।তবে আসরের সালাতের সময় কখন শুরু হয় তা নিয়ে ফকীহদের মাঝে দুটি মত আছে। ১. মূল ছায়া ব্যতিত কোন বস্তুর ছায়া তার সমপরিমান হলে। ২. মূল ছায়া ব্যতিত কোন বস্তুর ছায়া তার দ্বিগুণ হলে।