জ্বী, কোন বস্তুর ছায়া তার মূল ছায়া ব্যতিত সম পরিমান হলে আসরের সালাতের সময় হয়ে যায় বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। জামে তিরমিযী, হাদীস নং ১৪৯।তবে আসরের সালাতের সময় কখন শুরু হয় তা নিয়ে ফকীহদের মাঝে দুটি মত আছে। ১. মূল ছায়া ব্যতিত কোন বস্তুর ছায়া তার সমপরিমান হলে। ২. মূল ছায়া ব্যতিত কোন বস্তুর ছায়া তার দ্বিগুণ হলে।