মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ ১. হজে গিয়ে প্রথম বাইতুল্লাহ বা কাবা দেখার পর মনে মনে যে নিয়াত করবে সে দুয়া পূরন হবে বলে একটি কথা প্রচলিত আছে। এর সত্যতা জানতে চাই। ২. হজের পর মদিনায়, মাসজিদে নববিতে একাধারে চল্লিশ ওয়াক্ত সালাত আদায় করার কোন significance হাদিসে আছে কিনা, থাকে জানতে চাই। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমিন।