আসসালামুয়ালাইকুম, আমার কয়েকটি প্রশ্ন আছে । তা নিম্নরূপ ;
১। কোন সন্তান যদি বাবা মার পকেট থেকে টাকা চুরি করে ওই টাকা নিজে খরচ করে বা খায় তাহলে কি তা হারাম হবে?
২। বর্তমানে সুদ্মুক্ত লেনদেন করার জন্য কোন ব্যাংক আছে ঢাকা তে?
৩। গোসল ফরজ অবস্থায় ফরজ সালাতের ওয়াক্ত হয়ে গেলে গোসল না করে নামাজ পড়া যাবে কি? ফরজ গোসল কেউ যদি অবহেলা করে দেরি করে করে তাহলে কি গুনাহ হবে?এই অবস্থায় মারা গেলে তার কি পরিনতি হবে?হস্তমৈথুন কি ইসলামে জায়েজ আছে?
৪। কুরআনের বাংলা ভাষায় সবচেয়ে ভাল তাফসীরের নাম কি? কুরআনের যেমন তাফসীর আছে হাদিসেরও কি এমন তাফসীর আছে? বাংলা ভাষায়? তার নাম কি? নেটে কি pdf পাওয়া যায়? আপনাদের নিজস্ব ছাত্র-ছাত্রী বাদে বাহিরের কেউ কি আপনাদের আসসুন্নাহট্রাস্টে এলেম শিখতে পারবে? তার উপায় কি? ৫। প্রস্রাব-পায়খানা থেকে পবিত্র হওয়ার সঠিক পদ্ধতি কি?
৬। কোন কাপড়ে যদি বীর্য লেগে শুকিয়ে যায় ওই কাপড় পড়ে নামাজ পড়া যাবে কি? কিভাবে?
৭। একাকী থাকলে ভয় বা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য কি দোয়া পড়তে হবে?
৮। বাসা থেকে কতদূর ভ্রমন করলে মুসাফির হবে?
৯। কুরআনে আল্লাহর পথে দান বলতে কি বুঝানো হয়েছে?
১০। দোয়া কবুলের সময় কোনগুলো?এমন কেউ কি আছে যার দোয়া শতভাগ কবুল হয়? ১১। অনেক সময় ক্লাস চলাকালীন সময়ে বা পরীক্ষা থাকার কারনে জামাতে নামাজ পড়া সম্ভব হয় না । পরবর্তীতে একাকী নামাজ পড়তে হয় । এতে কি গুনাহ হবে?
১২। অনেকে বলেন যেসব কাজ হারাম ওইগুলাই কবিরা গুনাহ । আর কবিরা গুনাহ তাওবা ছাড়া কবুল হয় না । এইটা কি সঠিক?তাওবা করার সঠিক নিয়ম কি? ১৩ । তাখনুর নিচে প্যান্ট পড়া কি কবিরা গুনাহ? নাকি মাকরুহে তাহরিমি? ১৪। চুল কাঁটার কোন সুন্নতি পদ্ধতি আছে কি?