সালাতে প্রথম রাকাতে কি সূরা নাস পড়া যাবে না? অর্থাৎ শেষের দিকের সূরা কি আগে পড়া যায় না? ধরুন, দুই রাকাত সালাত আদায় করছি। আর এই দুই রাকাতে সূরা ফালাক এবং সূরা নাস পড়বো। আর এই ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফালাক ও দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়তে হবে। ব্যাপারটা কি এই রকম। সূরা মিলানোর ব্যাপারে বিস্তারিত দলিলসহ জানাবেন।