As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 498

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 Jun 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ । শাইখ আমার একটা প্রশ্ন ।রাকআত ছুটে যাওয়া ফরজ নামায কি?ভাবে আদায় করব এবং সুরা সহ । যেমন যোহর ৪ রাকআত আমি পাইচি ১ রাকআত অথবা ২ রাকআত অথবা ৩ রাকআত । মাগরিবের ৩ রাকআতের ১ রাকআত । ফাতিহা সহ সুরাগুলি কিবাবে পড়তে হবে । জাযাকাল্লাহু খাইর । যানালে আমার অনেক উপকার হবে । এতে আমার যদি কোন বুল হলে আমি কি করব । বিতির নামায ১ রাকআত আদায় করলে কি হবে । আমি দুবাই থেকে মোঃ বেলায়েত হোসেন বলছি ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাকআত ছুটে গেলে ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আপনি উঠবেন। ওঠার পর প্রথম রাকআতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বেন। দ্বিতীয় রাকআতেও সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন। তবে তৃতীয় রাকআতে শুধু সূরা ফাতিহা পড়বেন। অর্থাৎ ওঠার পর এমনভাবে সালাত শুরু করবেন যেন আপনি সালাত প্রথম থেকে শুরু করেছেন। তবে বৈঠকের ক্ষেত্রে পূর্বের রাকআত ধর্তব্য হবে, অর্থাৎ আপনি ইমামের সাথে এক রাকআত পেলে আপনি উঠে এক রাকআত পড়ে বৈঠক করবেন। পূর্বে কোন ভুল করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। শুধু এক রাকআত সালাত আদায় করার বিষয়টি হাদীসে পাওয়া যায় না। হাদীসে যেটা আছে সেটা হলো রাসূলুল্লাহ সা. তাহাজ্জুদ সালাত আদায় করতে করতে যখন দেখতেন ফজরের সময় হয়ে গেছে তখন তিনি তাহাজ্জুদ সালাতের সাথে এক রাকআত অতিরিক্তি করে বিতর করতেন। এই ভাবে করা যায়। বিতর সালাত বিষয়ে বিস্তারিত জানতে দেখুন, রাহে বেলায়াত গ্রন্থের ৪১৩-৪১৭ পৃষ্ঠা। এই বিষয়ে আপনি হাদীসের কিতাবগুলোতে বিতর অধ্যায়ও দেখতে পারেন।