As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 490

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 3 Jun 2007

প্রশ্ন

মেয়েদের সুগন্ধি ব্যবহার নিষেধ । আমার প্রশ্ন হচ্ছে বাজারে যে সব নারিকেল তেল আছে এতে সুগন্ধি আছে তাহলে কি ব্যবহার করবে?

উত্তর

মুসলিম মহিলাদের জন্য পোশাকে বা শরীরে সুগন্ধি মেখে বাইরে বের হতে রাসূলুল্লাহ সা. বিশেষভাবে নিষেধ করেছেন। আবূ মূসা আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ সা.বলেছেন: أَيُّـمَا امْـرَأَةٍ اسْتَـعْـطَـرَتْ فَـمَـرَّتْ عَلَى قَـوْمٍ لِـيَـجِـدُوا مِـنْ رِيـحِـهَا فَـهِـيَ زَانِـيَـةٌ যদি কোনো মহিলা সুগন্ধি মেখে মানুষের মধ্যে প্রবেশ করে, যেন মানুষেরা তার সুগন্ধ অনুভব করে, তবে সেই মহিলা ব্যভিচারিণী। সুনানু তিরমযী, হাদীস নং ৫১২৬। হাদীসটির সনদ সহীহ। এ হাদীসে রাসূলুল্লাহ সা. সকল ক্ষেত্রে মানুষের মধ্যে সুগন্ধি মেখে গমন করতে নিষেধ করেছেন। মহিলার জন্য বাজার, বিবাহ অনুষ্ঠান, মসজিদ, ওয়ায-মাহফিল, কর্মস্থল বা যে কোনো স্থানে দেহে অথবা পোশাকে সুগন্ধি ব্যবহার করে গমন করা এ হাদীসের আলোকে নিষিদ্ধ ও কঠিন হারাম। সুতরাং নারিকেল তেলের ভিতরেও যদি এমন সুগন্ধি থাকে যা মানুষ অনুভব করে তাহলেও এটাও হারাম হবে।