আসসালামুয়ালাইকুম, ৩ বছর আগে আমি বাবা মা কে না জানিয়ে বিয়ে করি। আমাদের উদ্দেশ্য ছিল হালাল সম্পর্ক করা এবং জিনা থেকে বাঁচা। কিছুদিন আগে বিভিন্ন জায়গা থেকে শুনি এই বিয়ে বৈধ নয়। যেহেতু আমি এবং আমার স্বামী আল্লাহ কে ভয় করি আমরা বিভিন্ন মাদ্রাসার হুজুর দের এ বেপারে জিজ্ঞেস করলে তারা বলে বিয়ে বৈধ। আমরা গুনাহ থেকে বাঁচতে চাই। দয়া করে আমাদের সঠিক ফতোয়া দিন। এবং করনীয় কি জানান।