As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 464

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 May 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম হুজুর, Middle ক্লাস familyr মানুষ তাদের সেভিংস অনেক সময় ফিক্সড deposit করে রাখে ভবিষ্যতের জন্য, Islamic শরিয়াহ মতে এটা কতটুকু জায়েজ? ফিক্সড deposit এর ইন্টারেস্ট (লভ্যাংশ) দরিদ্রদের মাঝে বন্টন করে দিলে কি গুনাহ থেকে মুক্তি মিলবে? দয়া করে আমাকে এর উত্তর জানাবেন। ধন্যবাদ !

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভরীবফ ফবঢ়ড়ংরঃ করা হারাম। সুতরাং এর থেকে বিরত থাকতে হবে। কোন কারণে হারাম সম্পদ হাতে আসলে তা সওয়াবের নিয়ত ব্যতিত দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে।