আমার বয়স ২৬ বছর। আমার বিগত জীবনে অনেক মানুষের থেকে টাকা লোন করেছিলাম এবং অনেক অধিকার নষ্ট করেছি। ওই সকল লোকদের অনেকের সাথে যোগাযোগ করারও আর কোনো মাধ্যম নাই।আর যাদের সাথে যোগাযোগ আছে তাদের লোন বা অধিকার ফিরিয়ে দিতে আমি সচেষ্ট, কিন্তু বর্তমানে আমার আর্থিক অবস্থা তেমন নয়। যখনই সম্ভব হবে পরিশোধ করে দিবো। আমার জন্য আপনি কি উপদেশ দিবেন। আমি জাহান্নাম থেকে বাচতে চাই, কবর আজাব থেকে বাচতে চাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।