মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন কয়েক জন আলেমকে করেছি কিন্তু পরিপূর্ণ উত্তর পাই নাই। আমি কলেজ এ পড়ি, আমি genarel লাইনে এ পড়াশুনা করছি। আমি কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ি নাই। কিন্তু এখন আমার ইচ্ছা অনার্স শেষ হলে ইনশা আল্লাহ্ islamic studies নিয়ে B.A. to PHD করব ইনশা আল্লাহ্। এখন স্যার আমার question হল যে আমি islamic studies নিয়ে পড়লে কি সঠিক দাওয়াতী কাজ করতে পারবো? আর যদি ভালো দায়ী হওয়া যায় তাহলে কোন ইউনিভার্সিটি তে পড়লে ভালো হবে? স্যার আমি আপনার কাছ থেকে একটা উপদেশ চাচ্ছি।