ওয়া আলাইকুমুস সালাম। যার থেকে নজর লেগেছে তাকে গোসল করিয়ে সেই পানি গরু,ছাগলের (রোগীর) গায়ে ছিটিয়ে দিবে। এছাড়া নিম্নের দোয়াটি পাঠ করেও রোগীর গায়ে ফুঁ দিতে পারেন। أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ.
হাদীসে আছে, ইবনে আব্বাস রা. বলেন, নবী সা. হাসান ও হুসাইনকে হেফজাত করাতেন এবং বলতেন তোমাদের পিতা তা দ্বারা (উক্ত দোয়ার দ্বারা) ইসমাইল ও ইসহাককে হেফাজত করতেন। বুখারী, হাদীস নং ৩৩৭১। সূরা ফালাক, সূরা নাস পড়ে গরু ছাগলের গায়ে ফুঁ দিয়েও বদনজর থেকে বাঁচা যায়। উল্লেখ্য এই দুয়াগুলো পড়ে মানুষরাও বদনজর থেকে হেফাজত থাকতে পারে। বিস্তারিত জানতে রাহে বেলায়াত শেষ অধ্যায়টি দেখুন।