আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ. ১. কোন বেক্তি তার আপন ভাবির চিকিতসার জন্য তাকে না জানিয়ে যাকাতের টাকা দিতে পারবে কি না? ২. জামাতে সালাত আদায়ের কোন মুকটাদি কোন কারনে ভুলে শেষ রাকাতে তাসাহুদ এর পর দুরুদ ও দুয়া মাসুরা পরতে ভুলে গেলে কি করবে? আবার সালাত আদায় করবে? না তার সালাত হয়ে গেছে? আল্লাহ আপনাকে উত্তম যাযা দান কারুন। আমিন