As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7190

হালাল হারাম

প্রকাশকাল: 20 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
British American Tobacco (BAT) এ অনেক সময় চাকরির বিজ্ঞপ্তই দেয়।  আমি একজন চাকরীপ্রার্থী, আমি যদি এখানে চাকরি করি এটা কি হারাম হবে? আমার উপার্জিত অর্থ আমি কোরবানি, জাকাত, হজ্জে ব্যবহার করতে পারবো? এবং আমার ইনকাম শুরু করতে হবে, আমার পরিবারের জন্য। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার মা এর দীর্ঘায়ু এবং আল্লাহ যেনো আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, দোয়া করবেন। আমি যেনো হালাল উপার্জন করি সেই দোয়ায় রাখবেন, আর আমাদের সকল বালা-মুসিবত আল্লাহ সহজ করে দিক; আমিন।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত কোম্পানী তামাক এবং তামাকজাতদ্রব্য নিয়ে কাজ করে। তামাক চাষ, ক্রয়-বিক্রয়, তামাকজাত দ্রব্য উৎপাদন, বিপনন, গ্রহন সম্পূর্ণ হারাম। যেহেতু এই কোম্পানীর সকল কাজ হারাম হিসেবে গণ্য, তাই সেখানে চাকুরী সম্পর্ণরূপে নিষিদ্ধ। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ তায়ালা আপনাকে উত্তম রিযিকের ব্যবস্থা করে দিন।