আস-সালামু আলাইকুম। নামাজরত অবস্থায় কেউ কলিং বেল বাজালে, নামাজরত থেকে দরজা খোলার বিধান কি? এক্ষেত্রে কি নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলে দিতে হবে নাকি নামাজ শেষ করে দরজা খুলতে হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ফরজ নামায শেষ করে দরজা খুলবেন। সুন্নাত বা নফল নামায যদি চার রাকাআত একসাথে আদায় কারার নিয়ত করেন, তাহলে দুই রাকআত শেষ করে সালাম ফিরিয়ে দরজা খুলতে পারেন। যদি দুই রাকআত শেষ করে উঠে পড়েন তাহলে চার রাকআত শেষ করে দরজা খুলবেন।