As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7172

হালাল হারাম

প্রকাশকাল: 8 Jan 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

১.কেউ যদি হারাম খায় অথবা তার যদি হারাম ইনকাম থাকে তাহলে সে যদি সেখান থেকে তওবা করে তাহলে কি তার তওবা কবুল হবে? এক্ষেত্রে কিভাবে তওবা করতে হবে। হারাম খাওয়া ছেড়ে দিয়ে তওবা করলে তওবা কবুল হবে? হারাম উপার্জন এর টাকা দান না করলে কি তার তওবা কবুল হবে?

২.যদি কেউ হারাম খায় অথবা খেয়েছে এর জন্য কি তার অন্যান্য গুনাহ গুলা তওবা করলেও মাফ হবে না?  যেহেতু হারাম খেলে দোয়া কবুল হয় না।

যেমন : কোন ব্যাক্তি হারাম খায়েছিল এবং তার একটি জিনার গুনাহ আছে। এখন সে জিনার গুনাহ থেকে তওবা করতে চায়। এখন কি হারাম খাবারের কারনে তার জিনার গুনাহ মাফ হবে না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  হারাম উপার্জন থেকে তওবা করার পর সে পূনরায় হারাম উপার্জন করবে না। আগের হারাম টাকাগুলো যাদের থেকে নিয়েছে তাদেরকে যতটা সম্ভব দেয়ার চেষ্ট করবে। যদি সবাইকে দেয়া সম্ভব না হয় তাহলে সওয়াবের নিয়ত ছাড়া গরীবদেরকে দিয়ে দিবে। টাকার সঙ্কটের কারণে সঙ্গে সঙ্গে সব হারাম টাকা পাওনাদার দের বা  গরীবদের দিতে না পারলেও হিসাব করে ধীরে ধীর যতটা সম্ভব দিয়ে দিবে। হারাম খাওয়া অবস্থায় অন্য গুনাহ থেকে করা তওবা কবুরল হবে। দুআ কবুল আর তওবা কবুল এক নয়।