আসসালামু আলাইকুম।
১.কেউ যদি হারাম খায় অথবা তার যদি হারাম ইনকাম থাকে তাহলে সে যদি সেখান থেকে তওবা করে তাহলে কি তার তওবা কবুল হবে? এক্ষেত্রে কিভাবে তওবা করতে হবে। হারাম খাওয়া ছেড়ে দিয়ে তওবা করলে তওবা কবুল হবে? হারাম উপার্জন এর টাকা দান না করলে কি তার তওবা কবুল হবে?
২.যদি কেউ হারাম খায় অথবা খেয়েছে এর জন্য কি তার অন্যান্য গুনাহ গুলা তওবা করলেও মাফ হবে না? যেহেতু হারাম খেলে দোয়া কবুল হয় না।
যেমন : কোন ব্যাক্তি হারাম খায়েছিল এবং তার একটি জিনার গুনাহ আছে। এখন সে জিনার গুনাহ থেকে তওবা করতে চায়। এখন কি হারাম খাবারের কারনে তার জিনার গুনাহ মাফ হবে না?