As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7174

বিবিধ

প্রকাশকাল: 8 Jan 2025

প্রশ্ন

আমি আগে নিয়মিত নামাজ পড়তাম। কোথাও নামাজের ওয়াক্ত হলে বাইরেই পড়ার চেষ্টা করতাম। কিন্তু কিছু দিন যাবত বর্তমানে নিওমিত নামাজ পরলেও আগের মত মনোযোগ থাকে না বা ঘুমিয়েও অনেক সময় নামাজের ওয়াক্ত চলে যায়। আমি বুঝতে পারছি শয়তানের কুমন্ত্রনা থেকে এরকম হচ্ছে। আমি এর থেকে বের হতে চাচ্ছি এবং আগের মত পরিপূর্ণ ভাবে আল্লাহ এর এবাদাত করতে ছাচ্ছি। এ থেকে বের হওয়ার বিশেষ কোন আমল আছে কিনা?

বি. দ্রঃ আমি যখন আমার বাসায় ফেরত আসি তখন নামাজে বেশি অনিহা তৈরি হয় এবং আমার বাসায় অতিরিক্ত ঘুম এবং ক্লান্তি ভাব আসে কিছু দিন ধরেই। এখানে জীন বা বদ নজর এর কোন বিষয় এইগুলোর সাথে জড়িত কিনা?

উত্তর

আপনার প্রবল মানসিক শক্তি হচ্ছে এই রোগের ওষুধ। ভালো মানুষের সাথে ওঠাবসা করবেন। ইসলামিক বইপত্র পড়বেন, যেগুলো কিয়ামত, আযাব, জাহান্নাম নিয়ে লেখা। এ জাতীয় বয়ান-বক্তৃতা শুনবেন। আল্লাহর কাছে দুআ করবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জ্বীন-পরীর কোন বিষয় নয় এগুলো।