আমি আগে নিয়মিত নামাজ পড়তাম। কোথাও নামাজের ওয়াক্ত হলে বাইরেই পড়ার চেষ্টা করতাম। কিন্তু কিছু দিন যাবত বর্তমানে নিওমিত নামাজ পরলেও আগের মত মনোযোগ থাকে না বা ঘুমিয়েও অনেক সময় নামাজের ওয়াক্ত চলে যায়। আমি বুঝতে পারছি শয়তানের কুমন্ত্রনা থেকে এরকম হচ্ছে। আমি এর থেকে বের হতে চাচ্ছি এবং আগের মত পরিপূর্ণ ভাবে আল্লাহ এর এবাদাত করতে ছাচ্ছি। এ থেকে বের হওয়ার বিশেষ কোন আমল আছে কিনা?
বি. দ্রঃ আমি যখন আমার বাসায় ফেরত আসি তখন নামাজে বেশি অনিহা তৈরি হয় এবং আমার বাসায় অতিরিক্ত ঘুম এবং ক্লান্তি ভাব আসে কিছু দিন ধরেই। এখানে জীন বা বদ নজর এর কোন বিষয় এইগুলোর সাথে জড়িত কিনা?