As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7168

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 Jan 2025

প্রশ্ন

আসসালামুআলাইকুম, স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার পর, স্বামী কি চাইলে যে কোন সময় তালাকের অধিকার স্ত্রীর থেকে ফেরত নিতে পারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  না, স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিলে তা ফিরিয়ে নেওয়া যায় না। ফিরিয়ে নেয়ার কোন সুযোগ নেই। স্ত্রী যে কোন সময়  স্বামী কর্তৃক প্রাপ্ত অধিকার বলে নিজ নফসের উপর ‘তালাকে তাফয়ীয’ গ্রহণ করতে পারবেন।