আসসালামু আলাইকুম, আমি আল্লাহকে খুশী করার জন্য, আল্লাহ আদেশ মানার জন্য কোন কাজ করতে যায়, যেখানে আমার রিয়া বা লোক দেখানো কোন ইবাদতের উদ্দেশ্য নেই কিন্তু ইবাদাত করার জন্য কেউ দেখলে আমার মধ্যে কেমন একটা অনুভূতি হয় যে মানুষটা আমাকে ভালো বলবে,আমাকে আল্লাহ ওয়ালা মনে করবে এমন আত্মতুষ্টি সৃষ্টি হয়। আমার মুল উদ্দেশ্য এটা ছিলনা, এখন আমার এই ইবাদাত কি লোকদেখানো ইবাদাতে পরিনত হবে?? আর এর থেকে বাঁচার উপায় কি??