As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7152

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Dec 2024

প্রশ্ন

আসসালামুআলাইকুম। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ার কি কি গুনাহ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায না পড়লে সে আর মুসলিম থাকে না। সে অমুসলিম হিসেবে জাহান্নামে যাবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَأَقِيمُوا الصَّلاةَ وَلا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ তোমরা নামায কায়েম কর, মুশরিক হয়ো না।” সূরা রুম, আয়াত ৩২। রাসূলুল্লাহ সা. বলেছেন   ‏ إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلاَةِ ‏”‏ ‏‏   বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত নামায পরিত্যাগ করা। সহীহ মুসলিম, হাদীস নং ১৪৯।