প্রশ্ন: ৭৮- আমি প্রাইভেট ব্যাংকে চাকরি করি। আমর প্রতিষ্ঠান সুদের সাথে জড়িত। আমার যে বেতন, এটা কি হালাল?
উত্তর: ব্যাংকে সুদর লেখা একটা কাজ। পাশাপাশি প্রশাসনিক অন্যান্য কাজ এছ। প্রশাসনিক কাজগুলো আশা করা যায় বৈধ। সুদ লেখা বা সুদের সাক্ষী হওয়া হারাম কাজ। আমরা আশা করি আপনার কিছু উপার্জন বৈধ, কিছু অবৈধ। আপনি মনুষের হক নষ্ট করার পাপ থেকে বেঁচে আছে, আল্লাহর কাছে দু‘আ করেন কীভাবে এরা ভালো হালাল উপার্জনে যেতে পারেন। তবে আপনার উপার্জনের সাথে কিছু হারাম সংমিশ্রিত আছে।