As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7137

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 Nov 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমার একটা মেয়ের সাথে ৫ বছরের সম্পর্ক। এর আগে চাকরি ছিলো না। তাই বিয়ে করা হইনি। সম্প্রতি আমি একটা চাকরি পেয়েছি। মেয়ের বাসাই বললে আমার পারিবারিক অবস্থা দেখে তারা না করে দেই। কিন্তু মেয়ে আমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না। সেক্ষেত্রে আমরা কি নিজে নিজে বিয়ে করে নিতে পারি কি না? আমরা উভয়ই প্রাপ্ত বয়স্ক। আমরা এই হারাম সম্পর্ক থেকে বের হতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়েদের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয় না, এটাই অধিকতর বিশুদ্ধ অভিমত। কোন কোন ফকিহ, বিশেষত হানাফী মাজহাবে বিবাহ বিশুদ্ধ হতে অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। যে সমস্যার মধ্যে পড়েছেন তার সুষ্ঠ সমাধান না হলে দ্বিতীয় মত অনুযায়ী বিয়ে করতে পারেন পাপ থেকে বাঁচার জন্য। তবে সবচেয়ে ভালো হলো আপনারা এখনই এই পাপ থেকে মুক্ত হয়ে, এই সম্পর্ক  ছিন্না করে নিজ নিজ পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক কাজ করা।