As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2130

বিবিধ

প্রকাশকাল: 14 Nov 2024

প্রশ্ন

প্রশ্ন(১):গোসল ফরজ অবস্থায় অর্থাৎ অপবিত্র অবস্থায় এবং হায়েয অবস্থায় কি করআনের দু’আ’ পড়া যাবে?

প্রশ্ন(২): ‘সালাতে রুকু বা সিজদাহ্তে ভুলে ২ বার তাসবিহ পড়ে আর না পড়লে কি ‘সালাত ভেঙে যাবে?

উত্তর

১। গোসল ফরজ অবস্থায় কুরআনের দুআ পড়া যাবে। দুআ হিসেবে পড়তে হবে। ২। না, সালাত ভেঙে যাবে না। সালাত অদায় হয়ে যাবে। একবার তাসবীহ পড়া পরিমাণ সাজদাতে অপেক্ষা করলে নামায আদায় হয়ে যায়।