As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7126

বিবাহ-তালাক

প্রকাশকাল: 10 Nov 2024

প্রশ্ন

ঝগড়ার সময় স্ত্রী বলে “এসব আর ভালো লাগে না“। আমি চলে যাবো। স্বামী বলে “চলে যাও“। তবে, বলার সময় তালাকের কোনো নিয়ত বা আলোচনা ছিল না। স্বামী তালাকে কেনায় সম্বন্ধে শুনেছে। তবে, বিস্তারিত জানে না। কিছুক্ষন পর সে মনে করে যে, হয়তো এমন বলার কারণে তালাক হয়ে গিয়েছে। তাই সে তার স্ত্রীকে বলে এখন আমার সামনে থেকে চলে যাও। নিজের কপাল নিজে পুড়েছ। তোমার পিতাকে বলো তোমার আমার চেয়ে ভালো কাউকে খুঁজতে। এখন এর হুকুম কি?

উত্তর

তালাক হয় নি। তারা সংসার করতে পারবে। সামনে থেকে সতর্ক থাকবে, এই ধরণের কোন কথা বলবে না।