As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7100

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Oct 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমার বাবা একজন ফার্মেসি ব্যাবসায়ী। উনি রোগী দেখেন এবং ওষুধ বিক্রি করেন। কিন্তু কিছু ওষুধ বিক্রি করার সময় কিছু ওষুধ এর দাম ওনি বাড়িয়ে রাখেন বিশেষ করে টেবলেট জাতীয় ওষুধ। এক্ষেত্রে ক্রেতারাও দামাদামি করেনা। আমরা যে দাম ধরি তারা সেটাই দিয়ে দেয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমারা যে অতিরিক্ত দামে পন্য বিক্রি করছি, কিন্তু ক্রেতা সেটা জানেনা এটা কি আমাদের জন্য জায়েজ হবে? অতিরিক্ত টাকাটা কি হালাল হবে?

উত্তর

বর্তমানে ওষুধের দাম নির্ধারিত থাকে। দামাদামি কোন বিষয় থাকে না। সুতরাং বেশী নেয়ার কোন সুযোগ নেই। যে দাম লেখা থাকে তার চেয়ে সম্ভব হলে কম নিতে পারেন, বেশী নিতে পারবে না।