আসসালামু আলাইকুম।
আমার আব্বু মেহমান আসলে তেমন বাজার করতে চায় না।বাজার করে কিন্তু খুব ভালো করে করে না।বিশেষ করে সন্ধ্যার নাস্তার জন্য খরচ করতে চায় না। তিন বেলা খাবার দেয় কিন্তু আম্মু চায় ভালো করে বাজার করে খাওয়াতে। এতে আম্মু আব্বুর সাথে রাগারাগি করে, কথা কাটা কাটি হয়, ঝগড়াও হয়।আম্মুর কি এই ধরনের আচরণ ঠিক যদিও মেহমান তিন বেলা মোটামুটি খাওয়া দাওয়া করতে পারে।