As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7086

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Oct 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ইসলামে বলা আছে আল্লাহ তায়ালা যুবকদের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন। এখন প্রশ্ন হচ্ছে, আমার বয়স ২৩। সুতরাং আমি কি যুবকদের শ্রেণিতে পড়ি? আল্লাহ কি আমায় আগের সব ক্ষমা করে আমায় কবুল করবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, অবশ্যই আপনি একজন যুবক।  অতীত সকল পাপের জন্য লজ্জিত হয়ে, ভবিষ্যতে পাপ না করার দৃঢ় শপথ নিয়ে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইলে তথা তওবা করলে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। সুতরাং আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসলে আপনি হবেন আল্লাহর কাছে একজন গ্রহনযোগ্য মূ’মিন।