As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7085

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Oct 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটা হারাম সম্পর্কে ছিলাম এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি এই সম্পর্ক থেকে বের হতে পেরেছি। তবে আমার নিজের প্রতি অনেক বেশি ঘৃণা হয়, এবং মনে হয় আল্লাহ তায়ালা কি আমায় ক্ষমা করবেন? আমার মনে হয় আমার শাস্তি হওয়া উচিত? এমনটা মনে হওয়া কি স্বাভাবি? আমার কি করা উচিত এখন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পাপের জন্য অনুসূচনা হওয়া প্রশংসার ব্যাপার। তবে এই নিয়ে এতো চিন্ত করার দরকার নেই, যার জন্য স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়। ভবিষ্যতে উক্ত পাপ না করার দৃষ্ট শপথ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন তথা তওবা করুন। আল্লাহ ক্ষমা কর দিবেন। ইসলামের সকল ফরজ-ওয়াজিব বিধান মেনে চলুন, হারাাম-হালাল দেখে চলুন। গুনাহের কাজে জড়াবেন না। ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন।