As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7078

আকীকা

প্রকাশকাল: 6 Oct 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

গত ১৮ তারিখে আল্লাহ তায়ালা আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন। আজ আমি একটি ছাগল কুরবানি দিতে চেয়েছি কিন্তু আমার বাবা বলেন যে “তিনি আমার নামে কোনো আকিকা দেন নি। তাই আমি আমার সন্তানের আকিকা করলে তা হবে না”।  এই মাসয়ালা কি ঠিক? আর আকিকার বিস্তারিত বললে আরও উপকৃত হব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বাবার কথা সঠিক নয়। আপনার আকীকা না দেয়া হলেও আপনি আপনার সন্তানের আকীকা করতে পারেন। জন্মের সপ্তম দিনে আকীকা দেয়া সুন্নাত। সমস্যা না হলে এই সময়ই আকীকা দেয়া উচিত। কোন কারণে দেরী হলে যে কোন সময় আকীকা দেয়া যায়। আকীকার গোশত কুরবানীর মতোই সকলে খেতে পারবে।