As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7065

বিচার আচার

প্রকাশকাল: 29 Sep 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, “যে স্থানে পূজা করা হয়, সে জায়গা কি আজীবন নামাজের জন্য নাপাক থাকে? সেখানি কি আর নামাজ আদায় করা যায় না?”
সাম্প্রতিক একটি মাঠে ঈদের নামাজ হয় বিধায় সেখানে হিন্দুদের পূজা মন্ডপ তৈরী করতে বাধা দেওয়া হচ্ছে, এ সম্পর্কে ইসলামের বিধান কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঈদের নামাযের জায়গায় পূজা কেন হবে? যারা পূজা করবে তাদের নিজস্ব জায়গায় তারা এটা করবে। নামাযের জায়গায় পূজা করা যাবে না। পূজা একটি জঘন্য শিরক। এই শিরকে কোন সহযোগিতা করা যাবে না। কোন মুসলিম কোন ধরণের সহযোগিতা করবে না।  সরকারী মাঠ হলেও যেখানে নামায হয় সেখানে যেন পূজা বা এজাতীয় শিরক না হয় সে জন্য এলকাবাসী সরকারের সহযোগিতা নিয়ে কাজ করবে। তবে পূজা হলে সেই জায়গা আজীবনের জন্য নাপাক হয়ে যায় না।