As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7060

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Sep 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, হুজুর আমি একটি মাদ্রাসায় খেদমত করি, সকালে মক্তব করাই এবং সেখানে থাকি। সংসারের কাজ নিয়ে আমার আম্মার অনেক কষ্ট হয় তাই অনেক আগে থেকেই মাদ্রাসার খেদমতে আসতে নারাজ ছিলাম কিন্তু এখন মাদ্রাসার খেদমতের মাধ্যমেই আমরা ছোট বোনকে মাদ্রাসায় পড়ালেখা করাই। আম্মাকে সহযোগিতার জন্য আমি বাড়ি থেকে আসা যাওয়া করে খেদমত করতে চাই, কিন্তু আমি মক্তব করাতে পারব না এবং যাতায়াত ভাড়ার জন্য কিছু বাড়িতে গিয়ে গিয়ে আরবি পড়াতে হবে  এখন আমি খুবই চিন্তায় আছি, মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়াটা কি ঠিক হবে? বাড়িতে গিয়ে গিয়ে এভাবে প্রাইভেট পড়ানো ঠিক হবে কি এবং আমার আম্মার খেদমত, কি করা আমার জন্য উত্তম হবে অনুগ্রহ করে জানাবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার এবং অপনার পরিবারের জন্য যেটা সুবিধার মনে হয় সেটা করবেন। মাদ্রাসায় পড়ানো বা প্রাইভেট পড়ানো যে কোন একটা করতে সমস্যা নেই। শরীয়াহর নীতিমালা মেনে প্রাইভেট পড়ালে সেটা খারাপের কিছু নয়, এতে যদি আপনার মায়ের উপকার হয় তাহলে তো এটাই উত্তম।