As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7054

শিরক-বিদআত

প্রকাশকাল: 19 Sep 2024

প্রশ্ন

একটা বাচ্চা মেয়ের নাকে পলিপাসের সমস্যা। ওর বয়স কম, তাই অপারেশন করা যাচ্ছে না।এখন ওর আম্মা একজনের কাছ থেকে একটা তাবিজ নিয়েছে; ওর নাকে যেন ব্যাথা না করে, তাই। যার কাছ থেকে নিয়েছে, সে বলেছে তাবিজটা প্রত্যেক বৃহস্পতিবার পরতে। ও অবশ্য সবসময়ই হাতে সেটা দিয়ে রাখে। এতে কি শিরক হচ্ছে?

 

 

উত্তর

না, এসব অজুহাতে তাবিজের কোন বৈধতা নেই। তাও আবার শুধু বৃহবার পরতে হবে। এগুলো থেকে বিরত থাকা আবশ্যক। নাকের ব্যাথা ভাল হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ এখন বাজারে আছে।